~Wellcome to Satyadharmma website~

আদিষ্ট সাধক নির্ণয়

           "ইশ্বরাদিষ্ট পুরুষ নির্ণয় করা সুকঠিন নহে; কেননা যাহাদিগের জীবন এক‌ই স্রোতে এক‌‌ই ধর্ম্ম ভাবে প্রবলবেগে প্রবাহিত, তাঁহারাই ইশ্বরাদিষ্ট, তদ্ভিন্ন‌ অন্য ব্যক্তিরা ইশ্বরাদিষ্ট নহেন। এই রূপে ইশ্বরাদিষ্ট পুরুষ নির্ণয় করিলেই পরম উন্নতি লাভ হ‌ইতে পারে। কিন্তু তাহারা যেরূপ কার্য্য করিয়া গিয়াছেন, তাহা করা কর্তব্য নহে। কারণ অধিকারী ভেদে কার্য্য ভিন্ন ভিন্ন হয়।"

            

    

          ..............অত‌এব আমাদিগের পক্ষে কর্তব্য এই যে, কোন ব্যক্তির বিশেষতঃ ইশ্বরাদিষ্ট ব্যক্তির কার্য্যের নিন্দা না করিয়া স্বীয় কর্তব্য নির্ধারণ পূর্বক তদনুসারে কার্য্যকরা।"

          এর পর‌ও যদি কেউ আদিষ্ট চেনার উপায় জানতে চায়, অথবা আদিষ্ট সাধক কে তা জানতে চায়, তাকে আমরা জানাতে বাধ্য থাকবো।

          পৃথিবীতে গুণি হ‌ওয়ার এবং জ্ঞানি হ‌ওয়ার যে ক্রমে বৃদ্ধিকারী উপায় তা আপনাদের জানাতে চাই, আসুন আপনারা প্রশ্ন করুন জানার জন্য।

          

Post a Comment

0 Comments