~Wellcome to Satyadharmma website~

গুরু বাণী

গুরুদেব একদা লিখিতেছেন___





  “মূলকথা, যদি মূলবিষয় অক্ষুন্ন রাখিতে সমর্থ হ‌ও, তবে চতুর্দিক হ‌ইতে যে সকল বিভীষিকা মুখব্যাদান পূর্বক গ্রাসোদ্যত হ‌ইয়াছে দেখিতেছ তাহারা কেহই কিছু করিতে পারিবে না। কিন্তু পুনঃ পুনঃ দেখি, সহস্র মুদ্রা ব্যায়ে মূলেতর বিষয় সমাহিত হ‌ইতেছে, অথচ দশসহস্র মুদ্রা ব্যায়ে মূল বিষয় সুসম্পাদনের চেষ্টা হ‌ইতেছে না। এরূপ হয় কেন ? ইহা সংসারে প্রবল আসক্তির ফল। সার পদার্থ এখন কিছুই বুঝিতে পার নাই এবং যেরূপ চেষ্টা করিয়াছ, তাহাতে চিত্ত আরও উৎক্ষিপ্ত বিক্ষিপ্ত করিয়া আর‌ও কালবিলম্ব সংঘঠন করাইতেছ।” 
     
     

Post a Comment

0 Comments